মাটিরাঙ্গার তবলছড়ি-তাইন্দংয়ে ভূমি বেদখল বিরোধী পোস্টার ছিঁড়লো বিজিবি
পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ও তাইন্দং ইউনিয়নের বিভিন্ন স্থানে সীমান্ত সড়ক ও সেনা ক্যাম্প স্থাপনের নামে ভূমি বেদখলের বিরুদ্ধে লাগানো পোস্টার ছিঁড়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। গত ২৮ মে ২০২২ প্রতিবাদী যুব সমাজের উদ্যোগে এসব পোস্টার লাগানো হয়।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২ জুন ২০২২) বেলা ৩ টার সময় জামিনী পাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্ণেল জনাব মো. জাহিদুল করিম এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য গাড়িযোগে এসে তবলছড়ি ও তবলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া, লাইফু পাড়া, সর্বেশ্বর পাড়া ও বগা পাড়াসহ বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দেয়।
এসব পোষ্টারে “রাস্তা নির্মাণের নামে ভূমি দখল বন্ধ কর রাস্তা নির্মাণের নামে সেটলার পুনর্বাসন বন্ধ কর, শনখোলা পাড়ায় সেনা ক্যাম্প চাই না, সেনা ক্যাম্প স্থাপনের নামে ভূমি বেদখল বন্ধ কর, জুম্মদের প্রথাগত আইনের স্বীকৃতি দাও, জুম্ম জাতীয় অস্তিত্ব ধ্বংসের ষড়যন্ত্র রুখো, জুম্মদের ঘেরাও করে মারার সীমান্ত সড়ক চাই না, রামগড়-পানছড়ি-দীঘিনালা সীমান্ত সড়ক হলো জুম্মদের গলার ফাঁস” ইত্যাদি শ্লোগান লেখা ছিল।
বিভিন্ন দাবিতে ও ঘটনার প্রতিবাদে পোস্টার লাগানো একটি গণতান্ত্রিক কর্মসূচি। এটি সংবিধান স্বীকৃতি একটি গণতান্ত্রিক অধিকারও। কিন্তু বিজিবি সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে পোস্টার ছিঁড়ে দিচ্ছে। এর আগে গত ৩১ মে পানছড়িতে একইভাবে বিজিবি সদস্যরা পোস্টার ছিঁড়ে দিয়েছিল ।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন