মাটিরাঙ্গায় গণতান্ত্রিক যুব ফোরাম নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আজ ১৮ মে শনিবার দিবাগত রাতে সন্তু লারমার ভাড়াটে সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা কমিটির সভাপতি পঞ্চসেন ত্রিপুরাকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতারের দাবিতে
পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় স্বনির্ভরস্থ ঠিকাদার সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নারাঙহিয়া, উপজেলা পরিষদ এলাকা হয়ে মহাজন পাড়ার সূর্যশিখা ক্লাবের সামনে থেকে ঘুরে চেঙ্গী স্কোয়ারে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুপ্রীম চাকমা, জেলা কমিটির সভাপতি নিকোলাস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক অংকন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক শিখা চাকমা।
বক্তারা সন্তু লারমাকে খুনি আখ্যায়িত করে বলেন, পার্বত্য চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে সন্তু লারমা সরকারের জুম্মো দিয়ে জুম্মো ধ্বংসের নীল নক্সা বাস্তবায়ন করে যাচ্ছেন। পঞ্চসেন ত্রিপুরাকে হত্যার মধ্যে দিয়ে তিনি আবারো তা প্রমাণ করলেন।
বক্তারা আরো বলেন, সন্তু লারমা আঞ্চলিক পরিষদের গদিতে বসে হত্যাকাণ্ড চালালেও সরকার তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে দীর্ঘ এক যুগের অধিক পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত চলমান রয়েছে। সন্তু লারমার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হতো না।
বক্তারা বলেন, আগামী ২০শে মে পাহাড়ি ছাত্র পরিষদের দুই যুগ পূর্তির প্রাক্কালে এ হত্যার ঘটনা দুরভিসন্ধিমূলক। পিসিপি কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে যদি কোন প্রকার ষড়যন্ত্র করা হয় এবং পার্বত্য চট্টগ্রামে আবারো যদি এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত করা হয় তাহলে তিন গণতান্ত্রিক সংগঠন আর চুপ করে বসে থাকবে না। তখন যে কোন পরিস্থিতির জন্য সরকার ও সন্তু লারমাকে দায়ী থাকতে হবে বলে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন।
বক্তারা অবিলম্বে পঞ্চসেন ত্রিপুরার খুনীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে শেষে আবারো চেঙ্গী স্কোয়ার থেকে র্মিছিলটি স্বনির্ভরে এসে শেষ হয়।
উলেস্নখ্য, আজ শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের শুভরঞ্জন হেডম্যান পাড়ায় সন্তু লারমার ভাড়াটে একদল সন্ত্রাসী পঞ্চসেন ত্রিপুরার বাড়িতে হানা দিয়ে তাকে গুলি করে হত্যা করে। এ সময় তিনি বাড়িতে ঘুমাচ্ছিলেন। সন্ত্রাসীরা তার বুকের ওপর গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More