মাটিরাঙ্গায় পাহাড়ি গ্রামে সেটলার হামলা
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং-এর হেডম্যান পাড়ায় সেটলারা হামলা চালিয়েছে৷ গতকাল ১২ অক্টোবর রাত আনুমানিক সাড়ে দশটার সময় তারা এ হামলা চালায়। এ সময় তারা কয়েকজনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল দুপুরে তাইন্দং এলাকার ৭/৮ জন সেটলার বাত্তিমুড়ো নামক টিলা(যা পাহাড়িদের দখলীয়) থেকে বাঁশ কাটতে গেলে কে বা কারা তাদের মারধর করেছে বলে স্থানীয় তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলামের কাছে তারা অভিযোগ করে। এ ঘটনার পর চেয়ারম্যান তাজুল ইসলাম হেডম্যান পাড়ার পার্শ্ববর্তী নোয়া পাড়ার মুরুব্বী ফনীভূষণ চাকমাসহকয়েকজনকে ডেকে বিষয়টি অবহিত করেন এবং সেটলাররা উত্তেজিত হয়েছে বলে তাদের জানান৷ তবে যাতে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সেজন্য চেষ্টা করছেন বলেও তিনি ফনীভূষণ চাকমাদেরকে আশ্বস্ত করেন এবং উত্তেজনা সৃষ্টি না করার জন্য বাঙালিদেরকেও অনুরোধ করেন। এরপর ফনীভূষণ চাকমাসহ অন্যরা সেখান থেকে বাড়িতে চলে আসেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ৫০-৬০ জনের একদল সেটলার হঠাত্ করে হেডম্যান পাড়ায় হামলা চালায়। তারা চিত্কার দিয়ে গ্রামে প্রবেশ করে বাড়িঘরে আঘাত করতে থাকে। তাদের চিত্কার শুনে পাহাড়িরা সবাই ভয়ে যে যেদিকে পারে পালিয়ে যায়। এ সুযোগে সেটলাররা কয়েকজনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
যাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে তারা হলেন, তীর্থ রায় ত্রিপুরা(৫৫) পিতা- অজ্ঞাত, জীবন মোহন ত্রিপুরা(৮০) পিতা-অজ্ঞাত, শান্তি ত্রিপুরা (প্রাক্তন মেম্বার) বয়স ৫০ ও অনন্ত ত্রিপুরা(৫৫)। এর মধ্যে শান্তি ত্রিপুরা থেকে একটি সোনার চেইন, শো-কেস ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, কানফুল এক জোড়া, ভিডিডি সেট ১টি ও সোলার ব্যাটারি ১টি লুট করে নিয়ে যায়৷ আর অনন্ত ত্রিপুরার বাড়ির দরজা-জানালা ভেঙে দেয় এবং ২ বস্তা চাউল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় বিজিবি সদস্যরা ও স্থানীয় তাইন্দং ইউপি চেয়াম্যান তাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং রাত সাড়ে ১১টার সময় উভয় সমপ্রদায়কে স্থানীয় বিজিবি ক্যাম্পে ডেকে একটা মীমাংসা করে দেয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও পাহাড়িদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক প্রদীপন খীসা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি হামলাকারী সেটলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য যথাযথ পদক্ষেপ নেয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।