মাটিরাঙ্গায় পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা নিতে গড়িমসির অভিযোগ

মাটিরাঙ্গা প্রতিনিধি ।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের লাইফু পাড়া এলাকায় গত ২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার দুপুরে সেটলার যুবক কর্তৃক এক পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় মাটিরাঙ্গা মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত মঙ্গলবার বেলা ২টার দিকে তবলছড়ি ইউনিয়নের ৩নং গ্রামের মো. মনসুর আলী (২৮), পিতা- মো. সিদ্দিকুর রহমান ওই স্কুল ছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে পাড়ার একটু দুরে ডেকে নিয়ে যায়। পরে সেখানে ওই ছাত্রীকে মনসুর আলী জোরপুর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে সেই শব্দ শুনে গ্রামের যুবকরা এগিয়ে গেলে তাদেরকে ধস্তাধস্তি অবস্থায় দেখতে পায়। এতে তৎক্ষণাৎ তারা ধর্ষণ চেষ্টাকারী মনসুর আলীকে আটক করে।
পরে স্থানীয় যুবক ও মুরুব্বিরা আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউপি মেম্বার মো. তাজু ইসলামের হাতে মনসুর আলীকে তুলে দেয়। কিন্তু মেম্বার তাজু ইসলাম কোন পদক্ষেপ গ্রহণ না করায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভিকটিম ছাত্রীকে নিয়ে তার অভিভাবক ও স্থানীয় মুরুব্বিরা মাটিরাঙ্গা থানায় মামলা করতে যান। সারাদিন থানায় বসিয়ে রাখার পর আইনগত কোন পদক্ষেপ গ্রহণ না করে পরে আসতে বলে বাড়িতে পাঠিয়ে দেয়।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) আবারও ভিকটিম স্কুলছাত্রীকে নিয়ে অভিভাবক ও স্থানীয় মুরুব্বিরা মামলা করতে মাটিরাঙ্গায় থানায় যান। এ সময় ভিকটিম ছাত্রী ও তার পিতাকে থানার একটি কক্ষে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ ধরে নানা জিজ্ঞাসাবাদ করে হয়রানি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ঘটনা তদন্তে তবলছড়ি সাব-থানার একটি পুলিশ টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের যাচাই-বাছাই সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ভিকটিম ছাত্রী, তার অভিভাবক ও স্থানীয় মুরুব্বিরা মাটিরাঙ্গায় থানায় অবস্থান করছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।