মাটিরাঙ্গা প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলার আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ময়দা ছড়া গ্রামে সরোজ ত্রিপুরা(১৮), পিতা- জাপান কুমার ত্রিপুরা নামে এক যুবক বিজিবি কর্তৃক মারধরের শিকার হয়েছেন।
জানা যায়, আজ সোমবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি’র বর্ণাল ক্যাম্পের কমাণ্ডার সুবেদার মোঃ হুমায়ুন এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য ময়দা ছড়া গ্রামের সুমন ত্রিপুরার দোকানে এসে উপস্থিত হন এবং স্থানীয় লোকজনের সাথে মিটিং করার কথা বলেন। এ সময় সরোজ ত্রিপুরা দোকানে বসেছিলেন। পরে বিজিবি কমাণ্ডার তাকে দোকান থেকে বের করে মিটিংয়ে উপস্থিত না থাকার অভিযোগ তুলে কয়েকটি চড় মারেন।
এরপর গ্রামের কয়েকজন মুরুব্বীর সাথে কথাবার্তা বলে বিজিবি সদস্যরা সেখান থেকে ক্যাম্প ফিরে যায় বলে স্থানীয়রা জানান।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।