মাটিরাঙ্গায় বোরখা সন্ত্রাসীরা ইউপিডিএফ কর্মির বাড়ি ঘেরাও করেছে
সিএইচটি নিউজ ডটকম
মাটিরাঙ্গা : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর হেডম্যান পাড়ায় সেনাবাহিনীর মদদপুষ্ট বোরখা পার্টির সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য পাই কুমার ত্রিপুরাকে খুন করার উদ্দেশ্যে তার বাড়ি ঘেরাও করেছে। এ সময় তিনি বাড়িতে ছিলেন না।
গতকাল শনিবার রাত ১০টার দিকে ৫ জন বোরখা সন্ত্রাসী ২ বাঙালিকে নিয়ে তার বাড়িতে হানা দেয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বোরখাদের মধ্যে সুবল ত্রিপুরাকে চিনতে পেরেছে। তার বাড়িও ওই এলাকায়।
বোরখা সন্ত্রাসীরা পাই কুমার ত্রিপুরার স্ত্রী বিশ্বরাণী ত্রিপুরার সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং পাই কুমার ত্রিপুরা কোথায়, বাড়িতে কখন আসে, তার বন্দুক আছে কিনা ইত্যাদি প্রশ্ন জিজ্ঞেস করে।
ইতিপুর্বে গত ২৫ ও ২৮ আগস্ট বোরখারা একদল আর্মিকে নিয়ে পাই কুমার ত্রিপুরার বাসা ঘেরাও করেছিল।
বোরখা পার্টি হলো সেনাবাহিনীর সৃষ্ট একটি সন্ত্রাসী দল। তবে তারা নিজেদেরকে জনসংহতি সমিতির সদস্য (সন্তু) বলে দাবি করে থাকে।
খবরটির ইংরেজী [English] ভার্সন পড়ুন এখানে
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।