মাটিরাঙ্গায় সেটলার কর্তৃক এক পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা!
সিএইচটিনিউজ.কম
মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের থুইহ্লা পাড়ায় জনৈক সেটলার বাঙালি কর্তৃক ১০ম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি (মারমা) স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে।
জানা যায়, রবিবার (১০ মে) সকাল পৌনে ৯টার দিকে তবলছড়ির কদমতলী উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী (১৫) বাড়ি থেকে পায়ে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিল। কিছুদূর যাবার পর একটি রাবার বাগানে পৌঁছলে জনৈক এক সেটলার বাঙালি তাকে একা পেয়ে ঝাপটে ধরে জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ প্রচেষ্টা চালায়। পরে সে (স্কুল ছাত্রী) ধস্তাধস্তি করে লম্পট সেটলারকে ধাক্কা দিয়ে কোন রকমে পালিয়ে আসতে সক্ষম হয়। এরপর সে ঘটনাটি স্কুলের ছাত্র ও গ্রামের যুবকদের জানালে তারা (ছাত্র ও যুবকরা) ঘটনাস্থলে গেলেও ততক্ষণে লম্পট সেটলারটি পালিয়ে যায়।
ধর্ষণ প্রচেষ্টাকারী লম্পট ওই সেটলার বাঙালির নাম জানা যায়নি। তবে তাকে দেখলে চিনতে পারবে বলে ভিকটিম ওই স্কুলছাত্রী জানিয়েছে।
———————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।