মাটিরাঙ্গা : খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধন্তিরাম পাড়ায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীক) নুতন কুমার চাকমার সমর্থক দুই পাহাড়ি যুবককে শারিরীক নির্যাতন করেছে সেনাবাহিনী।
জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০১৮, বিকাল ৫টার সময় স্থানীয় শিশক ক্যাম্পের কমাণ্ডারের নেতৃত্বে একদল সেনা সদস্য ধন্তিরাম পাড়ার পার্শ্ববর্তী ৩নং রাবার বাগানের ঘুম মোহন ত্রিপুরার দোকানে যায়। সেখানে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটার লিস্ট ও ভোটারদের জন্য স্লিপ/কার্ড পাওয়ার কারণে ধন্তিরাম পাড়ার কিরণ ত্রিপুরা (২২), পিতা- রহেন্দ্র ত্রিপুরা ও স্বপন ত্রিপুরা(৩০)-কে ধরে শারীরিক নির্যাতন করে।
এ সময় সেনারা তাদেরকে সিংহ মার্কায় নির্বাচনী প্রচারণা না করতে ও ভোট না দেওয়ার জন্য হুমকি দেয়।
উল্লেখ্য, এর কয়েকদিন আগেও উক্ত ক্যাম্পের সেনা ও সংস্কারবাদী জেএসএস দুর্বৃত্তরা জনগণকে ডেকে সিংহ মার্কায় ভোট না দিতে হুমকি দিয়েছিল।
———————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।