মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক দুরন্ত চাকমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক আটকের পর অমানুষিক নির্যাতন চালিয়ে দুরন্ত চাকমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা।
“পার্বত্য চট্টগ্রামে সেনা সন্ত্রাস রুখে দাঁড়াও” এই শ্লোগানে আজ ১২ আগস্ট ২০১৪ মঙ্গলবার সকাল ১১টায় একটি বিক্ষোভ খাগড়াছড়ি সরকারি কলেজের দক্ষিণ গেইট হয়ে সূর্যশিখা ক্লাব ঘুরে এসে চেঙ্গী স্কোয়ারে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এতে পিসিপি’র খাগড়াছড়ি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এল্টন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ শাখার সহ সাধারণ সম্পাদক জেসীম চাকমা ও দপ্তর সম্পাদক রিয়েল ত্রিপুরা। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রগতিশীল মারমা ছাত্র সমাজের জেলা শাখার অর্থ সম্পাদক উজ্জ্বল মারমা।
বক্তারা দুরন্ত চাকমাকে হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যার সাথে জড়িত সেনা সদস্যদের গ্রেফতার ও বিচার, সেনাবাহিনীর অন্যায় ধরপাকড়, নিপীড়ন-নির্যাতন-হয়রানি, গ্রামে গ্রামে সেনা তল্লাশি বন্ধ করার দাবি জানান।
সমাবেশ শেষে চেঙ্গী স্কোয়ার থেকে মিছিলটি কলেজের উত্তর গেইটে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে মাটিরাঙ্গা সেনাজোনের একদল সেনা লেমুছড়া এলাকার ইন্দ্রমনি কার্বারী পাড়ায় হানা দেয়। তারা রাতভর গ্রামটি ঘিরে রেখে ভোর ৬টায় ঘরে ঘরে তল্লাশি চালিয়ে জনসংহতি সমিতি(এমএন লারমা)-এর সংগঠক দুরন্ত চাকমা(দুরান বাবু) সহ ৪ জনকে আটক করে জোনে নিয়ে যায়। সেখানে তাদের উপর অমানুষিক নির্যাতন করা হলে দুরন্ত চাকমা অসুস্থ হয়ে মারা যায়।
————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।