চবি প্রতিনিধি : আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসত্তার বর্ণমালা সহকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
সকাল সাড়ে ৮টায় পিসিপি চবি শাখার সভাপতি ত্রিরত্ন চাকমা ও সাধারণ সম্পাদক অর্পণ চাকমার নেতৃত্বে জাতিসত্তার স্ব স্ব মাতৃভাষার বর্ণমালা, মাতৃভাষায় পড়ার দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড হাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এরপর কেন্দ্রীয় খেলার মাঠে মাতৃভাষা বিষয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় অর্পণ চাকমার সঞ্চালনায় এবং ত্রিরত্ন চাকমার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা রিংকু চাকমা এবং পিসিপি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি নিকন চাকমা।
সভায় বক্তারা বলেন, মাতৃভাষা একটি জাতির অস্তিত্ব রক্ষার প্রধান হাতিয়ার। এই অস্তিত্ব রক্ষা করতে গিয়েই ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি শহীদ হন রফিক, শফিক, জব্বাররা। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি দিয়ে ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের স্বীকৃতি লাভ করলেও দেশের ৪৫টির অধিক জাতিসত্তার মাতৃভাষার স্বীকৃতি লাভ করেনি। পিসিপি’র দীর্ঘ আন্দোলনের পর সরকার কয়েকটি জাতিসত্তার মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষার সিদ্ধান্ত গ্রহণ করলেও তা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। তাই সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যেতে হবে।
সভা শেষে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাতে স্ব স্ব মাতৃভাষা, সংস্কৃতি, ইতিহাস সংরক্ষণ, চর্চা ও টিকিয়ে রাখার শপথ নেয়া হয়।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।