মানিকছড়িতে গুলিতে নিহত ১
স্থানীয়দের বরাত দিয়ে মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানান, দপুর দেড়টার দিকে স্থানীয় একটি ইটভাটা সংলগ্ন চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় ৩/৪ জন মুখোশ পরা লোক খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এলাকাবাসী জানায়, বোরকা বাহিনী নামধারী এ সন্ত্রাসী গ্রুপটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে আসছে। নিহত উমং মারমা এ গ্রুপের স্থানীয় পর্যায়ের একজন নেতা হিসেবে এলাকার জনগণের উপর নানা ধরনের অত্যাচার চালিয়ে আসছিলেন।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে নিজেদের আন্তঃকোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
পুলিশ লাশ উদ্ধার করে মানিকছড়ি থানায় নিয়ে এসেছে বলে খবর পাওয়া গেছে।