মানিকছড়িতে ছাত্র-জনতার অবরোধ, বাধাদানের চেষ্টা!

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সেনা-সেটলার কর্তৃক পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়ি-দোকানপাটে অগ্নিসংযোগ ও গুলি করে হত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামের বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার ডাকে ৭২ ঘন্টা সড়ক অবরোধের শেষ দিন চলছে।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৪) অবরোধের শেষ দিনে সকালে খাগড়াছড়ির মানিকছড়িতে ছাত্র-জনতা মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। অবরোধের কারণে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়াও উপজেলার গবমারা, হাতিমুড়া, মানিকছড়ি-লক্ষীছড়ি সড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
গিরিমৈত্রী কলেজের সামনে অবরোধ চলাকালে পুলিশ ও সেনাবাহিনী এসে বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ছাত্র-জনতা রুখে দাঁড়ালে পুলিশ-সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়।

এসময় অবরোধকারীরা পাহাড়িদের ওপর সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা, হত্যার সুষ্ঠু বিচার না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।