মানিকছড়িতে ভাষা শহীদদের প্রতি তিন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

মানিকছড়ি প্রতিনিধি ।। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস’ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।
আজ ২১ ফেব্রয়ারি ২০২২, সকাল ৭টায় মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজের শহীদ মিনারে তিন সংগঠনের নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় পিসিপি’র পক্ষ থেকে অংহ্লাচিং মারমা, অংসাহ্লা মারমা ও অংক্য মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের পক্ষ থেকে উজাই রোয়াজা, পাইহ্লা প্রু মারমা ও হিল উইমেন্স ফেডারেশন পক্ষ থেকে মিতু মারমাস তিন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন