মানিকছড়িতে শহীদ মংশে মারমার ২৫তম মৃত্যুবার্ষিকী পালন
মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
খাগড়াছড়ির মানিকছড়িতে শহীদ মংশে মারমার ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার সকাল ৮টার সময় মানিকছড়ি সদরস্থ ওয়াকছড়ি এলাকায় শহীদ মংশে মারমার স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান অংহ্লাচিং মারমা ও সুমনা মারমা এবং ইউপিডিএফের পক্ষ থেকে শ্রদ্ধা জানান রয়েল মারমা ও চথুইপ্রু মারমা। এরপর একে একে স্থানীয় শিশু-কিশোররা অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শিশুরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।
শিশুরা ফুল দেয়ার পর স্যালুট দিয়ে শহীদ মংশে মারমার প্রতি সম্মান প্রদর্শন করছেন
শিশুরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মংশে মারমাসহ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, শহীদ মংশে মারমা পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৯৯ সালের ৩ ডিসেম্বর কালাপানি এলাকায় সাংগঠনিক কাজে গেলে সন্তু লারমার লেলিয়ে দেয়া জেএসএস সন্ত্রাসীরা মংশে মারমাকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার কয়েকদিন পর তাঁর লাশ উদ্ধার করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।