মানিকছড়িতে শিশু-কিশোর সমাবেশ
মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
“ও সন্তু গো, আন্দোলনের কথা বলো, এক যে ছিলো শান্তিচুক্তি, অনেক হলো” এমন ব্যানার শ্লোগানে খাগড়াছড়ির মানিকছড়িতে অগ্রণী শিশু-কিশোর কেন্দ্রের উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ ডিসেম্বর ২০২৪, সোমবার বেলা ২টার সময় মানিকছড়ি সদরের ধর্মঘর থেকে মিছিল শুরু করতে চাইলে প্রথমে মানিকছড়ি সাব জোন থেকে একদল সেনা সদস্য বাধা প্রদানের চেষ্টা করে। এতে শিশু-কিশোররা প্রতিবাদ করলে পরে তারা মিছিল ও সমাবেশ করতে দেয়।
শিশু-কিশোরদের মিছিল-সমাবেশে সেনাবাহিনী বাধা দিচ্ছে। ছবি: প্রতিনিধি
এরপর ধর্মঘর থেকে মিছিল নিয়ে শিশু-কিশোররা আমতলা-সিএমবি এলাকা থেকে থেকে ঘুরে এসে আবারও ধর্মঘরে এসে সমাবেশ করে।
সমাবেশে আনু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী অংমাপ্রু মারমা ও জেসিই মারমা।
অংমাপ্রু মারমা বলেন, ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আওয়ামীলীগ সরকারের সাথে এক আপোষ চুক্তি করেছিল। এই চুক্তির ফলে সাধারণ জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। চুক্তিকে দেখিয়ে সন্তু লারমা আঞ্চলিক পরিষদের গদি টিকিয়ে রাখার জন্য সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি আরো বলেন, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতন হলেও আওয়ামী লীগের দোসর-দুষ্কৃতকারীরা এখনো পার্বত্য চট্টগ্রামের মধ্যে রয়ে গেছে। তারা প্রতিনিয়ত ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রেখে জাত ভাই হত্যা করছে।
তিনি বলেন, আমরা সংঘাত চাই না, জাতীয় ঐক্য চাই। কিন্তু সন্তু লারমার সংঘাত নীতির কারণে পাহাড়িদের মধ্যে এই ঐক্য গড়ে উঠছে না।
চুক্তি বাস্তবায়নের আর কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তির আশায় আর বসে না থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।
জেসিই মারমা বলেন, পার্বত্য চুক্তি ২৭ বছর পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি বাস্তবায়ন করেনি সরকার। আমরা আর এ চুক্তি নিয়ে ভালো কিছু আশা করি না। কারণ আমরা দেখে আসছি চুক্তির পরও সেনাশাসন জারি রেখে পাহাড়ে প্রতিনিয়ত দমন-পীড়ন, খুন-গুম, ভূমি বেদখল, নারী নির্যাতন করা হচ্ছে। কাজেই এ চুক্তি নিয়ে আর পড়ে না থেকে পাহাড়ি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রাম জোরদার করতে হবে।
সমাবেশ শেষে শিশু-কিশোররা চুক্তির মাধ্যমে পাহাড়ি জনগণের সাথে প্রতারণার দায়ে শেখ হাসিনা ও সন্তু লারমার কুশপুত্তলিকায় জুতাপেটা করে প্রতিবাদ জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।