মানিকছড়িতে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়েদের সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধিতে জনমনে আতঙ্ক

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার মদতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. মাসুদ হোসেন বাপ্পীর নেতৃত্বে ঠ্যাঙাড়েদের সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধিতে জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সাপ্তাহিক হাটের দিন মানিকছড়ি সবজি বাজারে ও তিনটহরী বাজারে সন্ত্রাসীরা কাঁচা তরিতরকারি ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে চাঁদা দাবি করে। তিনটহরী বাজারে চট্টগ্রাম থেকে আসা ২ জন ব্যবসায়ী চাঁদা দিলেও বাকী ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগের নেতা মো. মাসুদ হোসেন বাপ্পী ও বাবু মারমার নেতৃত্বে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল প্রকাশ্যে অস্ত্র বের করে তাদেরকে হুমকি দিয়ে চাঁদা দিতে বলে, অন্যথায় কাঁচামাল কিনতে নিষেধ করে।
সন্ত্রাসীরা তিনটহরী বাজার ব্যবসায়ী সমিতিকে ২ দিনের মধ্যে চাঁদার বিষয়টি সমাধান না করলে বাজার বন্ধ করে দেবে বলে হুমকি দেয়।
সন্ত্রাসীদের এমন তৎপরতায় বাজারের ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতারা ভোগান্তিতে পড়লেও প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১ সেপ্টেম্বর মো. মাসুদ হোসেন বাপ্পীর নেতৃত্বে রামগড়ের নাকাপা বাজার থেকে বাসনা মোহন চাকমা নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়। পরে তাকে গুইমারা সেনা ব্রিগেডে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। এরপর গত ৬ সেপ্টেম্বর রাতে মানিকছড়ি উপজেলা সীমান্তবর্তী কাঞ্চননগর ইউনিয়নের চাইল্যাচর গ্রাম থেকে মো. মাসুদ হোসেন বাপ্পী ও রমজান আলীর নেতৃত্বে ঠ্যাঙাড়েরা পাইনিলা মারমা (৪৫) নামে এক পাহাড়ি নারীকে অপহরণ করে অমানুষিক শারীরিক নির্যাতন শেষে পরদিন ছেড়ে দেয়।
সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার মদতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা-কর্মীদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে এলাকার জনমনে আতঙ্কের জন্ম দিয়েছে।
উল্লেখ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত মো. মাসুদ হোসেন বাপ্পীর বাড়ি মানিকছড়ির গরুবাজার এলাকায়। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানিকছড়ি উপজেলা শাখার উপ-গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মো. বাপ্পী সেনা মদতপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের সাথে যুক্ত হন। বর্তমানে সেনা-গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তিনি মানিকছড়ি-রামগড় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।