সিএইচটিনিউজ.কম
মানিকছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডেবাতলী গ্রাম থেকে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার সময় অপহৃত থৈয়ইরী মারমাকে(৪৭) আজ মঙ্গলবার সকালে ছেড়ে দিয়েছে বোরকা পার্টির সন্ত্রাসীরা। স্থানীয় মুরুব্বীদের জিম্মায় দাজ্যা পাড়া এলাকা থেকে তাকে সকাল সাড়ে ৮টার দিকে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তাকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, আজ সকালে আবারো আদু প্রু মারমা(৩৫)-কে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে জিম্মি করে মারধর করা হয়েছে বলে জানা গেছে। এর আগে রবিবার রাতে মোষকাটা গ্রামে বেড়াতে গেলে সন্ত্রাসীরা তাকে আটকে রেখে মারধর করার পর সোমবার সকালে ছেড়ে দিয়েছিল।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বোরকা পার্টির সন্ত্রাসীরা মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি এলাকায় খুন, অপহরণ, চাঁদাবাজি সহ নানা অপকর্ম করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। ফলে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।