মানিকছড়িতে এক গ্রামবাসীকে আটক করেছে সেনাবাহিনী
সিএইচটি নিউজ ডটকম
মানিকছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি সদর ইউনিয়নের দোজরী পাড়া থেকে বৈশিষ্ট্য চাকমা (৩২) নামে এক গ্রামবাসীকে আটক করেছে সেনাবাহিনী।
আটক ব্যক্তি লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি গ্রামের হক্কানা চাকমার ছেলে। তিনি দোজরী পাড়ায় চমক্যা চাকমার (৫০) মেয়ের জামাই। ঘরজামাই হিসেবে তিনি তার শ্বশুর বাড়িতেই বসবাস করছেন।
জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার সময় সিন্দুকছড়ি জোনের একদল সেনা সদস্য দোজরী পাড়ায় গিয়ে চমক্যা চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় সেনারা চমক্যা চাকমাকে খোঁজ করে এবং বাড়ির ভিতর ঢুকে তন্নতন্ন করে তল্লাশি চালায় ও বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। কিন্তু চমক্যা চাকমা বাড়িতে না থাকায় তার মেয়ের জামাই বৈশিষ্ট্য চাকমাকে সেনারা আটক করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০:৩০টা) তাকে ছেড়ে দেওয়ার খবর পাওয়া যায়নি।
খবরটির ইংরেজী [English] ভার্সন পড়ুন এখানে
———————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।