মানিকছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলায় ১২ বছর বয়সী এক পাহাড়ি (মারমা) কিশোরীকে সেটলার কর্তৃক ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভিকটিম ওই কিশোরী যোগ্যছোলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ আগস্ট) ওই কিশোরী গ্রামের পার্শ্ববর্তী মাঠে গরু চড়াতে যায়। বিকাল আনুমানিক ৩টার দিকে মোঃ হাশেম(৫৫) তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে কিশোরীর চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে এলে হাশেম পালিয়ে যায়।
যোগ্যছোলার হেডম্যান পাড়া গ্রামের কার্বারী ক্যজেইং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।