মানিকছড়ি : খাগড়াছড়ির মানিকছড়িতে এক পাহাড়ি (ত্রিপুরা) নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (১২ আগস্ট) বিকালে মানিকছড়ি উপজেলার যুগ্যছোলা এলাকায় ভাঙ্গামুড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই নারী ফটিকছড়ির নেপচুন চা বাগানের একজন শ্রমিক।
জানা যায়, গতকাল ওই নারী নেপচুন চা বাগানের ত্রিপুরা পাড়া থেকে মানিকছড়ির যুগ্যছোলা বাজারে সওদা করতে এসেছিলেন। বিকাল ৫টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ভাঙ্গামুড়া গ্রামের মোঃ সফর আলীর ছেলে মোঃ সাগর মিয়া(২০) ও সেমুতাং গ্যাসফিল্ড এলাকার আলাউদ্দিন পাটোয়ারীর পুত্র মোঃ জাফর(২৩) ওই নারীকে টেনেহিঁচড়ে ভাঙ্গামুড়া এলাকার একটি খালি বাড়িতে নিয়ে গিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আটকে রেখে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
পরে ঘটনার টের পেয়ে এলাকার জনগণ রাতে ওই নারীকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
উক্ত ঘটনায় ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।