মানিকছড়িতে কলেজ ছাত্রীর বাসায় সেনাবাহিনীর তল্লাশি, জিনিসপত্র তছনছ
সিএইচটি নিউজ ডটকম
মানিকছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রী কলেজের ছাত্রী রেশমি মারমার ভাড়া বাসায় সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই বাসায় থেকে পড়াশুনা করছেন।
রেশমি মারমা পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর গিরিমৈত্রী ডিগ্রী কলেজ শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩টার দিকে মানিকছড়ি সাবজোন থেকে একদল সেনা সদস্য রেশমি মারমার ভাড়া বাসায় যায়। এরপর ৩ জন সেনা সদস্য বাসার ভিতর ঢুকে তল্লাশি চালায়। এ সময় সেনারা পড়ার বইপত্র ও জিনিসপত্র তছনছ করে দেয়।
উল্লেখ্য, পাহাড়িদের জায়গা বেদখল করে মনাদং পাড়ায় স্থাপিত সেনাক্যাম্প প্রত্যাহারের দাবি জানিয়ে এলাকাবাসী আজ মানিকছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করে। রেশমি মারমা উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রেখেছিলেন।
খবরটির ইংরেজী [English] ভার্সন পড়ুন এখানে
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।