মানিকছড়িতে চার গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!
মানিকছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দোছড়ি পাড়ায় গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত ২:৩০টার সময় সেনাবাহিনী কর্তৃক চার পাহাড়ি গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- দয়া ভূষন চাকমা(৩০) পিতা: মিলনধন চাকমা, পরিমল চাকমা(২৭) পিতা মৃত: লক্ষী মোহন চাকমা, গৌরিয়া চাকমা(৪০) পিতা মৃত: বিশ্ব কুমার চাকমা ও তার ভাই জুরন্ত চাকমা(৪৫) ।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মানিকছড়ি সাব জোন থেকে ১০-১২ জনের সেনাবাহিনী একটি টিম দোছড়ি পাড়ায় গিয়ে অনুমতি ছাড়াই উক্ত গ্রামবাসীদের বাড়িতে প্রবেশ করে ঘুম থেকে তুলে তন্নতন্ন করে তল্লাশি চালায়। তল্লাশির পরও তাদের বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায়। যাবার সময় তারা দয়া ভূষণ চাকমার ব্যবহৃত একটি সিম্পনি মোবাইল সেট নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।