মানিকছড়িতে বৈসাবি র‌্যালিতে সেনাবাহিনীর বাধা, বিক্ষুব্ধ জনতার রাস্তা অবরোধ

0
6

সিএইচটিনিউজ.কম
Manikchariমানিকছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে গুইমারা, রামগড় ও মাটিরাঙ্গা এলাকাবাসীর উদ্যোগে সম্মিলিতভাবে বৈসাবি র‌্যালি আয়োজনে সেনাবাহিনী বাধা দিয়ে ভণ্ডুল করে দিয়েছে। আজ ১২ এপ্রিল রবিবার সকাল থেকে সেনাবাহিনী জালিয়া পাড়া, নাকাপা, পাতাছড়া, সিন্দুকছড়ি, জামতলা সহ বিভিন্ন জায়গায় গাড়ি আটকিয়ে দেয় এবং লোকজনকে র‌্যালিতে অংশগ্রহণে বাধা দেয়।  এমনকি গাড়ি চলাচলেও বাধা দেয়। সেনা সদস্যরা মানিকছড়ি উপজেলার জামতলা নামক স্থানে ফাঁকা গুলি বর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।  এরপরও বিভিন্ন এলাকা থেকে জড়ো হওয়া লোকজন উৎসবমুখর পরিবেশে র‌্যালির প্রস্তুতি নিতে চাইলে সিন্দুকছড়ি জোন কমান্ডার র‌্যালিতে অংশ নিতে যাওয়া রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মেম্বার মানেন্দ্র চাকমাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়।

বৈসাবি র‌্যালি আয়োজনে বাধাদান ও মানেন্দ্র চাকমাকে মুক্তি দেয়ার দাবিতে বিক্ষুব্ধ জনতা মানিকছড়ির গচ্ছাবিল এলাকায় রাস্তা অবরোধ করে রেখেছে বলে জানা গেছে।
————————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.