মানিকছড়িতে বোরকা সন্ত্রাসী কর্তৃক দুই নিরীহ ব্যক্তি অপহৃত
মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দোজরী থুম গ্রাম থেকে সেনা-সন্তু মদদপুষ্ট বোরকা সন্ত্রাসী কর্তৃক দুই নিরীহ ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। অপহৃতরা হলেন সুমন্ত চাকমা(২৮) পিতা ভালুক্যা চাকমা ও স্বাধীন কুমার চাকমা(৩০) পিতা মৃত পটুআলী চাকমা।
জানা যায়, আজ ১৬ আগস্ট বৃহস্পতিবার বেলা আড়াই টার সময় মায়াধন চাকমার নেতৃত্বে ৬ জনের একদল বোরকা সন্ত্রাসী দোজরী থুম গ্রামে যায়। সেখানে গিয়ে স্বাধীন কুমার চাকমার কাছ থেকে ইউপিডিএফ সদস্য গোপাল চাকমার মোবাইল নাম্বার আছে কিনা জিজ্ঞাসা করে। স্বাধীন কুমার চাকমা আছে বলে উত্তর দিলে সাথে সাথে বোরকা সন্ত্রাসীরা তাকে মারধর করতে থাকে। পরে সন্ত্রাসীরা তাকে নিয়ে সুমন্ত চাকমার বাড়িতে যায়। সেখান থেকে সন্ত্রাসীরা সুমন্ত চাকমা ও স্বাধীন কুমার চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। তাদের নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা আগামীকাল(১৭ আগস্ট) লক্ষ্মীছড়িতে যোগাযোগ করার জন্য বলে গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কি কারণে তাদেরকে অপহরণ করা হয়েছে তা জানা যায়নি।