Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
মানিকছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দোজরী পাড়া থেকে সেনা মদদপুষ্ট বোরকা পার্টির সন্ত্রাসী কর্তৃক তিন নিরীহ গ্রামবাসীকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা হলেন কালাচান চাকমার ছেলে মরত্তো চাকমা (২৭) ও শশী কুমার চাকমার ছেলে ধীমান চাকমা ও কান্তি চাকমা। অবশ্য পরে স্থানীয় মুরুব্বীদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
জানা যায়, আজ ২৪ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বোরকা পার্টির একদল সন্ত্রাসী দোজরী পাড়ায় গিয়ে প্রথমে মরত্তো চাকমাকে অপহরণ করে। মরত্তো চাকমা ইউপিডিএফ সদস্য শ্রুতি মোহান চাকমার ছোট ভাই। এরপর সন্ত্রাসীরা ধীমান চাকমা ও কান্তি চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। পরে স্থানীয় মুরুব্বীদের জিন্মায় তাদেরকে ছেড়ে দেয়।
এদিকে বোরকা পার্টির সন্ত্রাসী কর্তৃক গত ৪ ডিসেম্বর নিজ বাড়ি থেকে উচ্ছেদ হওয়া চার ইউপিডিএফ সদস্যের পরিবারবর্গ কিছুদিন আগে বাড়িতে ফিরে গেলে সন্ত্রাসীরা আবারো তাদেরকে হুমকি দিচ্ছে বলে জানা গেছে। সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।