মানিকছড়িতে সেনাবাহিনী কর্তৃক চার গ্রামবাসীর বাড়িতে তল্লাশি
মানিকছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দোছড়ি গ্রামে চার গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টায় মানিকছড়ি সাবজোনের একদল সেনা সদস্য এ তল্লাশি চালায়।
যাদের ঘরবাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন-১. দলিক্য চাকমা(২৮), পিতা – রবীন্দ্র চাকমা, ২.’ সুর কুমার চাকমা(২৭), পিতা- যতন কুমার চাকমা, ৩. যতন চাকমা (৫৮), পিতা মৃত চন্দাচরণ চাকমা, ৪. রবীন্দ্র চাকমা (৬০), পিতা-মৃত নন্দ চাকমা।
সেনারা অস্ত্র খোঁজার নামে উক্ত চার গ্রামবাসীর বাড়িতে ঢুকে তন্নতন্ন করে তল্লাশি চালায় এবং বাড়ির সকল জিনিসপত্র তছনছ করে দেয়। কিন্তু তল্লাশির পরও অবৈধ কোন কিছূ না পেয়ে সেনারা পরে ক্যাম্পে ফিরে যায়।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।