সিএইচটিনিউজ.কম
মানিকছড়ি: সাংগ্রাই উৎসব উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের হেডম্যান পাড়ার লোকজন গতকাল মঙ্গলবার বিকালে বাটনাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ফুটবল খেলার আয়োজন করে। এ ফুটবল খেলা শুরু হলে বাটনাতলী সেনা ক্যাম্পের জনৈক কমান্ডার (সেকেন্ড লে: ) এর উপস্থিতিতে বাটনাতলীর মো: ইউসুফের ছেলে মো: শাহীন(২২) ও মো: আমিন মিয়া’র ছেলে মো: কাদের-এর নেতৃত্বে কয়েকজন সেটলার যুবক ফুটবল খেলতে বাধা দেয়। এ সময় তারা ফুটবল খেলা বন্ধ করে দেয়ার লক্ষ্যে মাঠে ক্রিকেট খেলার আয়োজন করে। ফুটবল খেলা দ্রুত শেষ করতে তারা বিভিন্ন হুমকি দেয় এবং গালিগালাজ করে।
এ নিয়ে কিছুটা উত্তেজনা দেখা দিলে পরে বাটনাতলী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মোহন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় সম্প্রদায়ের সাথে আলোচনা করে বিষয়টি সমাধা করে দেন।