মানিকছড়ির মনাদং পাড়া থেকে সেনা চৌকি প্রত্যাহার
মানিকছড়ি॥ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন মনাদং পাড়া থেকে সেনা চৌকি প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার (২৪ আগস্ট) চৌকিটি প্রত্যাহার করা হয় বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
সেনা চৌকির দায়িত্বরত কমাণ্ডার সুবেদার রুহুল বকরীপাড়ার কার্বারী যোগেশ কার্বারীকে ডেকে চৌকি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান এবং এলাকার সবাইকে মিলেমিশে থাকার পরামর্শ দিয়ে সব সেনা সদস্যদের নিয়ে চলে যান।
উল্লেখ্য এলাকায় ৬০ বছরের বৃদ্ধ আবদুল মতিন খুন হওয়ার প্রেক্ষিতে গত বছর ১ জুলাই সেনারা মনাদং পাড়ায় অবস্থান নেয়।
এরপর উক্ত সেনা চৌকি প্রত্যাহারের জন্য এলাকার জনগণ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন।
সেনা চৌকি প্রত্যাহার করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।