মিঠুন চাকমাকে হত্যার নিন্দা জানিয়েছেন রাজা দেবাশীষ রায়
অনলাইন ডেস্ক: খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সংগঠক মিঠুন চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজা দেবাশীষ রায়। গতকাল ৩ জানুয়ারি ২০১৮ রাতে নিজস্ব ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই নিন্দা জানান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “খাগড়াছড়ি শহরে দিবালোকে আজ দুপুর বেলায় মিঠুন চাকমার কাপুরুষোচিত হত্যার তীব্র নিন্দা জানাই। এতে আবারও প্রমাণিত হয় যে পার্বত্যাঞ্চলে মোতায়েনকৃত নিরাপত্তা বাহিনীরা অঞ্চলের নাগরিকগণের – বিশেষ করে পাহাড়িদের – জীবনের যথাযথ নিরাপত্তা প্রদানে অনাগ্রহী বা অপারগ (লংগদুর জুন ২০১৭ এর আক্রমণও তাই সাক্ষ্য দিয়েছিল)।”
ফেসবুক স্ট্যাটাসে তিনি আরো বলেন, “বছর দুয়েক ধরে পাহাড়ে যে আন্ত-আঞ্চলিক দলের দ্বন্ধে হানাহানির বিরাম প্রতিষ্ঠিত হয়েছিল, তা মনে হয় কোন ক্ষমতাশীল পক্ষের সহ্য হচ্ছে না।” তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সজাগ হতে হবে বলে মন্তব্য করেন এবং মিঠুনের ঘনিষ্ঠজনদের প্রতি সমবেদনা জানান।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।