ঢাকা: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা ও জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সংগঠক মিঠুন চাকমা হত্যার প্রতিবাদে, খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল শুক্রবার (৫ জানুয়ারি ২০১৮) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব সম্মুখে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।
সমাবেশ থেকে আগামী ৮ জানুয়ারি ২০১৮ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
জাতীয় মুক্তি কাউন্সিল’র সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ নেতা প্রতিম চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম নেতা রিপন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ। সমাবেশ পরিচালনা করেন লেখক শিবিরের মহিউদ্দিন আহমেদ।
সমাবেশের সভাপতি ফয়জুল হাকিম বলেন, মিঠুন চাকমাকে হত্যা করে পার্বত্য জেলার জাতিসত্তার গণতান্ত্রিক সংগ্রামকে ধ্বংস করার লক্ষ্যে করা হয়েছে।
মিঠুন চাকমা হত্যার প্রতিবাদে আয়োজিত খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় সমাবেশে যোগদিতে আগত হাজার হাজার পাহাড়ি জনগণকে সেনাবাহিনী ও পুলিশ কর্তৃক বাধা দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকার কি শোক সন্তপ্ত জনগণের প্রতিবাদের ভাষা কেড়ে নিতে চায়? সরকার কি মিঠুন চাকমার হত্যাকারীদের রক্ষা করতে চায়?
সমাবেশে ৮ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। সমাবেশ থেকে আজ খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ-এর ডাকা অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন দেয়া হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।