খাগড়াছড়ি : রাষ্ট্রীয় পরিকল্পনায় সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসী কর্তৃক খুন হওয়া মিঠুন চাকমার স্মরণে আগামীকাল রবিবার (১৪ জানুয়ারি ২০১৮) খাগড়াছড়িতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন করবে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
খাগড়াছড়ি সদরের স্বনির্ভর মাঠে বেলা দেড়টায় স্মরণসভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।
উক্ত কর্মসূচিতে খাগড়াছড়িস্থ সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে দলটির পক্ষ থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ২০১৮ সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরী পাড়ার নিজ বাড়ির গেইট থেকে মিঠুন চাকমাকে তুলে নিয়ে গুলি করে নির্মমভাবে খুন করে।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।