মিঠুন হত্যার ঘটনায় ঢাবি’র ভাষাবিজ্ঞান বিভাগের ক্ষোভ ও শোক প্রকাশ

0
13

ঢাকা :  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র শহীদ মিঠুন চাকমার প্রতি অনুষদের ছাত্র-শিক্ষকদের পক্ষ থেকে “ভাষা বিজ্ঞান বিভাগের পরিবার”-এর নামে তাঁর হত্যার ঘটনায় ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করা হয়েছে। এবং তাঁর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান অনুষদের একটি শোক ব্যানারে বলা হয়েছে “ভাষাবিজ্ঞান বিভাগের বিএ (সম্মান) শ্রেণির ১ম ব্যাচের মেধাবী ছাত্র মিঠুন চাকমা গত ৩ জানুয়ারী ২০১৮ তারিখে নৃশংসভাবে নিহত হন। ভাষাবিজ্ঞান বিভাগ এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ ও মর্মাহত। তাঁর অকাল মৃত্যুতে ভাষাবিজ্ঞান পরিবার গভীর শোক ও তাঁর স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে।”

উল্লেখ্য,  মিঠুন চাকমাকে গত ৩ জানুয়ারি ২০১৮ রাষ্ট্রীয় পরিকল্পনায় সেনা সৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সদস্যরা নিজ বাড়ির সামনে থেকে দিন দুপুরে অপহরন করে নিয়ে যায়। পরে তাঁকে গুলি করে নৃশংসভাবে খুন করা হয়।
__________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.