খাগড়াছড়ি : ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)- এর অন্যতম সংগঠক মিঠুন চাকমা হত্যার ঘটনায় পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (৭ জানুয়ারি) সকালে ইউপিডিএফ’র পক্ষ থেকে খাগড়াছড়ি সার্কেল এসপি’র সাথে মামলার বিষয়ে সহযোগিতা চেয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি পরিবারের লোকজন ছাড়া কেউ মামলা করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মাহমুদ আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনিও একই কথা বলেন।
__________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।