মহালছড়ি : ‘মিঠুন চাকমার খুনিরা জনগণের শত্রু। রাষ্ট্রীয় পরিকল্পনায় নব্য মুখোশ বাহিনীকে দিয়ে তাকে দিন দুপুরে অপহরণের পর খুন করা হয়েছে। এর দায় সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও স্বরাস্ত্রমন্ত্রী এড়াতে পারে না।’ মিঠুন চাকমা’র খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ঘোষিত খাগড়াছড়ি জেলার ৮ উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ৯ জানুয়ারি (মঙ্গলবার) মহালছড়ি উপজেলার মাইচছড়ি বাজারের হেডম্যান কার্যালয়ের সম্মুখে সকাল ১১টায় এক বিক্ষোভ সমাবেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর মহালছড়ি উপজেলা সভাপতি মংরে মারমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ প্রতিনিধি কুসুম চাকমা, হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি উপজেলা সাধারণ সম্পাদক পিপি চাকমা, পিসিপি মালছড়ি উপজেলা সভাপতি মেনন চাকমা।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন পিসিপি কায়াঙঘাট ইউনিয়ন কমিটির সভাপতি শুক্রমনি চাকমা।
সমাবেশ থেকে অবিলম্বে মিঠুন চাকমার খুনী সেনা সৃষ্ট মুখোশ বাহিনী দুবৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
_______
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।