রমেল চাকমার হত্যার বিচার দাবি হিল ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট ফোরামের

0
8

অনলাইন প্রতিবেদক।। রমেল চাকমার হত্যার বিচারসহ সকল বিচার বহির্ভূত হত্যাকান্ড, ধর্ষণ, লুটপাত, জমি দখল, গণগ্রেপ্তার ও হয়রানির বিচার ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে হিল ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট ফোরাম।

Hillblogerরমেল চাকমাকে সেনাসদস্য কর্তৃক নির্যাতন ও হত্যার প্রতিবাদে আজ ২২ এপ্রিল ২০১৭ নিজস্ব ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে তারা বলেন, গত ৫ এপ্রিল তারিখে রাঙ্গামাটির নান্যাচর কলেজের ছাত্র ও ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমাকে নান্যাচর জোনের ক্যাপ্টেন [মেজর] তানভীর ও একদল সেনাসদস্য আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এরপর তার উপর্যুপরি শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতনে রমেল চাকমা গুরুতর আহত হলে তাকে পুলিশের কাছে হস্তান্তরের চেষ্টা চালানো হয়। পুলিশ রাজি না হলে সেনাসদস্যরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিসাধীন অবস্থায় গত ১৯ এপ্রিল রমেল চাকমা মৃত্যুবরণ করেন। এরপর গত ২১ তারিখ সেনাসদস্যদের উপস্থিতিতে রমেল চাকমার লাশ পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

নির্যাতন ও হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, শুধু রমেল চাকমা নন, এর আগে মংসাজাই মারমা, তরুণ কান্তি চাকমা, তিমির বরণ চাকমা, নিতিশ চাকমাসহ অসংখ্য মানুষ বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন। এসকল হত্যাকান্ডে জড়িত সেনাসদস্যদের কোনরূপ বিচার হয় নি। এতে পাবর্ত্য চট্টগ্রামের সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন হয়েছে এবং পরবর্তী আরো বিচার বহির্ভূত হত্যাকান্ডের পথ সুগম হচ্ছে। পাহাড়ে শান্তি-সম্প্রীতি-উন্নয়নের নামে যে সেনাশাসন চলছে তার অবসান হওয়া দরকার।

বিবৃতিতে তারা রমেল চাকমার হত্যায় সেনাসদস্যরা জড়িত নয় বলে আইএসপিআর যে বক্তব্য দিয়েছে তারও বিরোধীতা করেছেন।
———————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.