খাগড়াছড়ি: পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নন্যাচর উপজেলার সাধারণ সম্পাদক ও এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমার হত্যাকারী নান্যাচর জোন কমাণ্ডার লেঃ কর্নেল বাহালুল আলম ও মেজর তানভীরসহ জড়িত অন্য সকল সেনা সদস্যদের শাস্তি, রমেল হত্যার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং রমেল চাকমার পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আজ সোমবার (৮ মে ২০১৭) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় শত শত নারী পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে স্বতঃষ্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
সকাল সোয়া ৯টার পর খাগড়াছড়ি পৌরসভার উপজেলা পরিষদ এলাকা ও রেড স্কোয়ার এবং স্বনির্ভর এলাকায় নারী পুরুষ ও শিশুদের স্বতঃষ্ফুর্ত অংশগ্রহণ ছিল। মানববন্ধনে গৃহিনী মায়েদের অংশগ্রহণ ছিল বেশ লক্ষনীয়।
মানববন্ধন চলাকালীন সেনবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে রাস্তায় টহল দিতে দেখা গেছে। এবং মানববন্ধনে অংশগ্রহণকারীদের গাড়ি থেকে ভিডিও ধারণ করে। কিছু কিছু এলকায় লাঠি হাতে ঘুড়াঘুরি করতেও দেখা যায়।
এছাড়াও খাগড়াছড়ি হতে পানছড়ি সড়কের জামতলী, পেরাছড়ার ব্রিকফিল্ড এলাকা, গিরিফুল, ছোটনালা, শিবমন্দির, মুনিগ্রাম, ফরেস্টটিলা এবং খাগড়াছড়ি হতে রাংগামাটি সড়কে চম্পাঘাট, গুগরাছড়ি, বিজিতলা এলকায় বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশগ্রহণ করে উক্ত দাবীর সমর্থনে প্রখর রোদ্রে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।