দীঘিনালা : রাঙামাটির বন্দুকভাঙ্গায় সেনা সৃষ্ট নব্য মুখোশবাহিনীর সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সংগঠক অনল বিকাশ চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম দীঘিনালা উপজেলা শাখা।
“সেনা সৃষ্ট নব্য মুখোশবাহিনী হটাও” এই শ্লোগানে গতকাল রবিবার(১৭ ডিসেম্বর ২০১৭) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা সদর থানা বাজারে উক্ত বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি সজীব চাকমা।
সজীব চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন আরো দীর্ঘস্থায়ী করার জন্য সেনাবাহিনীর একটি চক্র নব্য মুখোশবাহিনী সৃষ্টি করেছে। তাদেরকে দিয়ে পার্বত্য চট্টগ্রামের একমাত্র অন্যায়ের প্রতিবাদী সংগঠন ইউপিডিএফের বলিষ্ঠ কণ্ঠ বন্ধ করে দেওয়ার জন্য ইউপিডিএফ এর সদস্য ও সমর্থকদের হত্যা করা হচ্ছে। মুখোশবাহিনী দিয়ে পার্বত্য চট্টগ্রামে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চালানো হচ্ছে।
তিনি ইউপিডিএফ এর সংগঠক অনল বিকাশ চাকমার হত্যার মূল হতা বর্মা ও তরু চাকমাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।