রাঙামাটিতে ইন্দ্রবান তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তিকে দ্বিতীয় বার জেল গেট থেকে আটক!

রাঙামাটি ।। রাঙামাটি জেল থেকে জামিনে মুক্তি পাওয়া ইন্দ্রবান তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক ব্যক্তিকে দ্বিতীয় দফায় আবারো জেলগেট থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (৯ আগস্ট ২০২১) সন্ধ্যায় এ আটকের ঘটনা ঘটে। এর আগে গত ২৫ মে তাকে একইভাবে জামিনে মুক্তির পর জেলগেট থেকে আটক করা হয়েছিল।
জানা যায়, গত সোমবার বেলা ১১ টার দিকে রাঙামাটির আদালতে জামিনে মুক্তির আদেশ পান ইন্দ্রবান তঞ্চঙ্গ্যা। জামিন আদেশের নিয়মাবলী সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা ৬ টার দিকে তিনি মুক্তি পেয়ে জেল থেকে বের হয়ে আসেন। কিন্তু বের হওয়ার সাথে সাথে জেল গেটে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সেনা সদস্য তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়।
এরপর সারারাত অজ্ঞাত স্থানে আটক রাখার পর পরদিন (১০ আগস্ট) বেলা ১১:৩০ টার দিকে তাকে রাঙামাটি কোতয়ালী থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে নতুন করে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুরেশ তঞ্চঙ্গ্যা হত্যা মামলায় জড়িত করে পূনরায় তাকে জেলে পাঠানো হয়েছে।
ইন্দ্রবান তঞ্চঙ্গ্যার বাড়ি রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ঘিলামুখ আমতলী পাড়া গ্রামে। তিনি মৃত ভালাধন তঞ্চঙ্গ্যা ও মুরুঙ্গী তঞ্চঙ্গ্যার বড় ছেলে।
এর আগে বিগত ২০১৯ সালে প্রথমবার ইন্দ্রবান তঞ্চঙ্গ্যাকে আটকের পর মিথ্যা মামলায় জড়িত জেলে পাঠানো হয়। পরে ২৫ মে ২০২১ তারিখে জেল থেকে জামিনে মুক্তি পেলে তাকে জেলগেট থেকে আটক করা হয়। এ সময় তাকে নতুন করে বাঘাইছড়ির বসু চাকমা হত্যা মামলায় জড়িত করে পুনর্বার জেলে প্রেরণ করা হয়েছিল।
অপরদিকে, গত ৮ মে কাপ্তাই উপজেলায় শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে ইন্দ্রবান তঞ্চঙ্গ্যার ছোট ভাই সোনারাম তঞ্চঙ্গা (২৬)-কেও আটক করে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।