রাঙামাটিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের লাগানো পোস্টার ছিঁড়ে দেয়ার অভিযোগ

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

রাঙামাটি সদর এলাকায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠনের লাগানো পোস্টার ছিঁড়ে দেয়ার অভিযোগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য নির্মল চাকমা।

তিনি অভিযোগ করে বলেন, গত বুধবার (২৭ নভেম্বর) রাঙামাটি সদরের বিভিন্ন স্থানে আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে হাতে লেখা পোষ্টারিং করা হয়। পোস্টারগুলোতে আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবি ছাড়াও পাহাড়কে ফ্যাসিস্ট মুক্তি করার দাবিও ছিল। কিন্তু পরদিন (বৃহস্পতিবার) সকাল ৯-১০টার সময়ে সন্তু লারমার জেএসএস’র ছাত্র সংগঠন নামধারী একদল দুর্বৃত্ত উক্ত পোষ্টারগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে।

রাঙামাটিতে ছিঁড়ে দেয়া পোস্টারের একটি চিত্র।


তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের মত প্রকাশের অধিকার রয়েছে। তাছাড়া পোস্টার লাগানো একটি গণতান্ত্রিক অধিকার। যে কোন সংগঠন বা ব্যক্তি পোস্টারের মাধ্যমে তাদের দাবি-দাওয়া তুলে ধরতে পারে।

পোস্টার ছিঁড়ে দেয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি স্বাধীন মত প্রকাশ ও গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া কিছুই নয়। এই ঘটনা প্রমান করে ফ্যাসিষ্ট হাসিনার দোসর এখনো পাহাড়ে রয়ে গেছে।

তিনি অবিলম্বে পোস্টার ছিঁড়ে দেয়ার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান।

যেসব দাবিতে রাঙামাটিতে পোস্টার লাগায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।


উল্লেখ্য, ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের লাগাানো উক্ত পোস্টারগুলোতে  “পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠন চাই; আঞ্চলিক পরিষদের জবাবদিহিতা নিশ্চিত কর; পার্বত্য চট্টগ্রামের পরিষদসমূহের সংস্কার চাই; অবিলম্বে পাহাড়কে ফ্যাসিস্ট মুক্ত কর; আঞ্চলিক পরিষদের তহবিলের হিসাব দাও; আঞ্চলিক পরিষদে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের চাই না; জেলা পরিষদ পুনর্গঠন হলে আঞ্চলিক পরিষদ কেন নয়?” ইত্যাদি দাবি সম্বলিত শ্লোগান লেখা ছিল।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More