রাঙামাটি : রাঙামাটির বিলাইছড়িতে একই পরিবারের দুই মারমা মেয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় মেডিকেল রিপোর্ট দিতে গড়িমসি চলছে। আজ বুধবার (৩১ জানুয়ারি ২০১৮) মেডিকেল রিপোর্টর ওপর শুনানী হওয়ার কথা থাকলেও তা হয়নি। মেডিকেল রিপোর্টের ওপর শুনানী ১ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে ধর্ষণের শিকার মেয়েদের আরো অন্তত এক সপ্তাহ হাসপাতালে পড়ে থাকতে হবে।
এদিকে, আজ সকালে ব্যাপক সংখ্যক পুলিশ ও সেনা সদস্য হাসপাতালে গিয়ে ধর্ষণের শিকার হওয়া মেয়েদের দেখাশুনার কাজে নিয়োজিত ছেলে-মেয়েদের বের করে দিয়ে হাসপাতালের মূল গেইট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের অরাছড়ি গ্রামের উক্ত দুই মারমা মেয়ে স্থানীয় ফারুয়া ক্যাম্পের সেনা সদস্যদের দ্বারা নিজ বাড়িতে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হন। ২৩ জানুয়ারি তাদের রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে ভর্তির পর থেকে পুলিশ ও সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজন সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করে মেয়েদের সাথে দেখা করতে বাধা প্রদানসহ নানা হয়রানিমূলক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে।
ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় ডাঃ হেনা বড়ুয়ার নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হলেও সেনাবাহিনীর হস্তক্ষেপ জনিত কারণে এই বোর্ড সঠিক রিপোর্ট দিতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।