রাঙামাটি : রাঙামাটিতে দু’দিনের টানা অতিবর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ ৯৮ জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। রাঙামাটি জেলা প্রশাসন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আহতের সংখ্যাও অনেক।
নিহতদের মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ৫৩ জন, কাউখালী উপজেলায় ২৩ জন, কাপ্তাই উপজেলায় ১৮ জন, বিলাইছড়িতে ২ জন এবং জুরোছড়িতে ২ জন রয়েছেন। এর মধ্যে ২ কর্মকর্তাসহ ৪জন সেনা সদস্যও রয়েছেন। একই পরিবারের কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একটানা প্রচণ্ড বৃষ্টিপাত হলে পাহাড়ের মাটি ধসে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। এতে ব্যাপক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।