সিএইচটিনিউজ.কম
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলার বরকল উপজেলার সুবলঙ ইউনিয়নের মরংছড়ি গ্রামের বাসিন্দা মৃত রমেশ কুমার চাকমার ছেলে ভূবন মোহন চাকমা (৩৫) নামে এক ব্যক্তিকে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক হত্যার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বেশ কয়েকদিন আগে থেকে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা ভূবন মোহন চাকমাকে মোবাইলে হুমকি দিয়ে আসছিল। গতকাল ৫ অক্টোবর ২০১৪ রবিবার তিনি রাঙামাটি সদর উপজেলাধীন বালুখালীতে জেলেদের সাথে মাছ ধরার জন্য গেলে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাকে হত্যা করে।
পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায়, আজ সোমবার সকালে বালুখালী এলাকা থেকে সন্তু গ্রুপের লোকেরা মোবাইলে তাদেরকে খবর দেয় যে, ভূবন মোহন চাকমা পানিতে ডুবে মারা গেছে। লাশটি নিয়ে যেতে হবে। তাদের কথামত পরিবারের লোকজন সেখানে গেলে লাশটি এখনো ভেসে উঠেনি বলে তারা জানায়। তবে ডুবে মারা যাওয়ার স্থানটি দেখিয়ে দিতে তারা অপরাগতা প্রকাশ করে এবং ঐ স্থানে যেতে নিষেধ করে। ফলে লাশ না পেয়ে পরিবারের লোকজন বাড়িতে ফিরে যায়।
আগামীকাল মঙ্গলবার সকালে আবারও লাশের সন্ধানে বালুখালীতে যাবেন বলে তারা জানিয়েছেন। তাদের ধারণা, ভূবন মোহন চাকমাকে হত্যার পর তাঁর লাশ পানিতে ফেলে দেয়া হয়েছে।
————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।