রাঙামাটি : রাঙামাটি সদরের রাঙাপানি এলাকায় আজ বুধবার (২৬ সেপ্টেম্বর ২০১৮) বিকালে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় এক নিরীহ পাহাড়িকে (মোবাইল রিচার্জের দোকানদার) অন্যায়ভাবে আটক করে নিয়ে যেতে চাইলে তৎক্ষণাত এলাকার নারীরা প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন। এ সময় সেনা সদস্যদের সাথে নারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। নারীদের ব্যাপক প্রতিবাদের মুখে এক পর্যায়ে সেনারা ওই ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা গেছে।
এদিকে উক্ত ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ পূনরায় ওই এলাকায় গিয়ে অবস্থান নিয়েছে বলে সন্ধ্যায় স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে। সেনারা আবারো ধরপাকড় করতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।