রাঙামাটির কাউখালীতে হামলার প্রতিবাদে ঢাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

0


ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণ দিবসে রাঙামাটির কাউখালিতে হিল উইমেন্স ফেডারেশনের আয়োজিত নারী সমাবেশে অংশগ্রহণ করে ঢাকায় ফেরার পথে কাউখালী বেতছড়িতে সেনাবাহিনী-ডিজিএফআই মদদে সেটলার কর্তৃক বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা, এক্টিভিস্ট মার্জিয়া প্রভা ও শিক্ষক অলিউর সান-এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।

আজ বৃহস্পতিবার, (১২ জুন ২০২৫) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসি থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভিসি চত্ত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক রথীন্দ্র নাথ বাপ্পী, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ঢাকা নগরে প্রতিনিধি সাজিদুল ইসলাম ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাবি সংগঠক তাহমিদ হোসেন।

সমাবেশ থেকে বক্তারা কাউখালীতে সেনাবাহিনীর-ডিজিএফআই মদদে সেটলার কর্তৃক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More