রাঙামাটির কুদুকছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0

সিএইচটিনিউজ.কম
Protestrallykudukchari2,18.06.2014রাঙামাটি: রাঙামাটিতে মেডিক্যাল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম স্থগিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) রাঙামাটি জেলা শাখা।

“পার্বত্য চট্টগ্রামে র‌্যাব মোতায়েন,বিজিবি-সেনা ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে সোচ্চার হোন” এই আহ্বান সম্বলিত শ্লোগানে আজ ১৮ জুন বুধবার সকাল ১১টায় রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে ইউপিডিএফ অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা শাখার সাধারন সম্পাদক অনিল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় সদস্য তাপুমনি চাকমা, রাঙামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা ও জেলা শাখার দপ্তর সম্পাদক রতন চাকমা।Protestrallykudukchari,18.06.2014

সমাবেশে বক্তারা দীঘিনালায় বিজিবি কর্তৃক পাহাড়ি নারীদের উপর হামলার নিন্দা জানিয়ে দায়ি বিজিবি সদস্যদের শাস্তির দাবিসহ বিজিবি সদর দপ্তর স্থাপন বন্ধের দাবি জানান। সরকার উন্নয়নের কথা বলে ১৯৬০ সালের কাপ্তাই বাঁধের মত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের নামে পাহাড়িদের ভূমি বেদখলের ষড়যন্ত্র করছে বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধান পূর্ণস্বায়ত্বশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্ষন্ত মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম স্থগিত রাখার দাবি জানান। এছাড়া নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে র‌্যাব ইউনিট স্থাপন বন্ধ করা এবং সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল সংখ্যালঘু জাতিসমূহের সাংবাধানিক স্বীকৃতির দাবি জানান।
———–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More