বিলাইছড়িতে সেনাসদস্য কর্তৃক দুই মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে

রাঙামাটির কুদুকছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

0
25

রাঙামাটি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে সেনা সদস্য কর্তৃক দুই মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবিতে কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম রাঙামাটি জেলা শাখা।

আজ বুধবার (২৪ জানুয়ারি ২০১৮) বেলা দেড়টায় বড় মহাপূরম উচ্চ বিদ্যালয় গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুদুকছড়ি বাজার ঘুরে এসে ইউপিডিএফ’র কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।

হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি রুপসি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা আহ্বায়ক ধর্মশিং চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা প্রমুখ।

বক্তারা গত রবিবার দিবাগত রাতে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের অরাছড়ি গ্রামে স্থানীয় ক্যাম্পের সেনা সদস্য কর্তৃক দুই মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, নিরাপত্তার নামে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সামরিক দমন-পীড়ন জারি রেখে পাহাড়ি নারীদের উপর শ্লীলতাহানি, ধর্ষণ হত্যাসহ নানা মানবতা বিরোধী অপকর্ম চালিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা জারির পরপরই আন্দোলনরত ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার এবং হয়রানি করছে।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রাখতে নব্বই দশকের মতো আবারও নব্য মুখোশ বাহিনী সৃষ্টি করে খুন, অপহরণ, জোরপুর্বক চাঁদা আদায়সহ নানা অপকর্মসহ ন্যায়সঙ্গত আন্দোলনকে বাধাগ্রস্ত করার পাঁয়তারা চালাানো হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ধর্ষণকারী সেনা সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

 

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.