রাঙামাটির দুই উপজেলায় তেল-গ্যাস অনুসন্ধান করবে বাপেক্স

0
136

gasরাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচলং ও কাপ্তাই উপজেলার সীতা পাহাড়ে তেল-গ্যাস অনুসন্ধানে করবে বাপেক্স (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড)। এ বিষয়ে বাপেক্স একটি প্রকল্প হাতে নিয়েছে।

বাঘাইছড়ি উপজেলার কাচলং এলাকায় ৯৭২ দশমিক ৭৩ বর্গকিলোমিটার এবং কাপ্তাই উপজেলার সীতাপাহাড় এলাকার ৬৭৩ দশমিক ২৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে তেল ও গ্যাস অনুসন্ধান করা হবে বলে জানা গেছে। এজন্য বাপেক্স যুক্তরাষ্ট্র ও চীনের দুটি কোম্পানির সঙ্গে ‘খসড়া যৌথ সহযোগিতা চুক্তি’ করেছে।

এ বিষয়ে ইতিমধ্যে একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাবনা জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কাছ থেকেও এ বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে এই তেল-গ্যাস অনুসন্ধান বিষয়ে স্থানীয় পাহাড়িদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
——————

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.