রাঙামাটির লংগদুতে পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম

রাঙামাটির লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের বড় উল্টাছড়ি গ্রামে সপ্তম শ্রেণীর এক পাহাড়ি স্কুল ছাত্রীকে উত্তর ইয়ারেংছড়ি গ্রামের ইব্রাহীম (৩০) কর্তৃক ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক ইব্রাহীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১৭ জুন শুক্রবার হিল উইমেন্স ফেডারেশন ঢাকা ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে

ঢাকায় জাতী জাদুঘরের সামনে থেকে বেলা ১:৩০ টায় হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ যৌথভাবে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে এক এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয় এতে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি নিরূপা চাকমা, সাংগঠনিক সম্পাদক রীনা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা বিনয়ন চাকমা

অন্যদিকে, বিকাল ৩টায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি উপজেলা পরিষদ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক চন্দনী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগাড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা ও সাধারণ সম্পাদক উমেশ চাকমা

উপরোক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে সেটলার কর্তৃক নারী ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, পাহাড়ি নারীরা আজ কোথাও নিরাপদ নয় নিজের বাড়িতে তারা ধর্ষণ ও খুনের শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এ ধরনের নারী ও শিশু নির্যাতনের ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়পাহাড়িদের উপর রাষ্ট্রীয় নিপীড়নের অংশ হিসেবেএ ধরনের ধর্ষণ, নির্যাতনের ঘটনা বার বার ঘটছে

Longudu Photo on protest rally in Khagrachariবক্তারা অভিযোগ করে বলেন, ইদানিং পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের উপর ধর্ষণ নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেলেও অপরাধীরা প্রায়ই ধরাছোঁয়ার বাইরে থেকেই যাচ্ছে প্রশাসন এসব অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করার ফলে তারা বার বার এ ধরনের ঘটনা ঘটাতে উত্‍সাহী হয়ে উঠছেফলে পাহাড়ি নারীরা আজ চরম নিরাপত্তাহীন অবস্থায় দিনযাপন করতে বাধ্য হচ্ছে

বক্তার লংগদুতে স্কুলছাত্রীকে ধর্ষণকারী ইব্রাহীমের দৃষ্টান্তমূলক শাস্তি, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারী ও শিশুদের যৌন নির্যাতনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান

উল্লেখ্য যে, গত ১৫ জুন বুধবার উত্তর ইয়েরেংছড়া সেনামৈত্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীটি তার ছোট দুই ভাইবোনকে সঙ্গে নিয়ে বাড়িতেঅবস্থান করছিল।এ সময় তার বাবা-মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে দুপুর ২টার দিকেইব্রাহীম তাদের বাড়িতে গিয়ে মেয়েটির মুখ ও হাত-পা ওড়না দিয়েবেঁধে জোড়পূর্বক পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেপরে মেয়েটির চিতকার শুনে স্থানীয়রা জঙ্গল থেকে মেয়েটিকে উদ্ধার করে। ঘটনার পর পুলিশ ধর্ষক ইব্রাহীমকে আটক করে রাঙামাটি জেল হাজতে পাঠিয়েছে। মেয়েটির বাবা সাধন বিকাশ চাকমা ধর্ষক ইব্রাহীমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More