রাঙামাটির লংগদুতে সন্তু গ্রুপের ব্রাশ ফায়ারে এক ব্যক্তি গুরুতর আহত
সিএইচটিনিউজ.কম
লংগদু: রাঙামাটির লংগদু উপজেলার দজর পাড়ায় আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার সময় জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে দুলাল চাকমা(৩১) নামে এক নিরীহ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুলাল চাকমা দজর পাড়ার বাসিন্দা সহদেব চাকমার ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে দুলাল চাকমা বাঁশ কাটতে যাচ্ছিলেন। যাবার পথে দজর পাড়া দোকানে বসে চা-নাস্তা করছিলেন। এ সময় (সকাল ১১টা) আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা দোকান লক্ষ্য করে অতর্কিতে ব্রাশ ফায়ার করতে শুরু করে। এতে দোকানে থাকা অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও দুলাল চাকমার তলপেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্তু গ্রুপের সশস্ত্র কমান্ডার জঙ্গীর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
জেএসএস(এমএন লারমা)-এর কর্মীদের টার্গেট করে এ সশস্ত্র হামলা চালানো হলেও তারা সবাই অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
—————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।