রাঙামাটির লংগুদুতে পাহাড়ি জনগণের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

0
11

শ্রীমঙ্গল : রাঙামাটির লংগদুতে প্রশাসনের প্রত্যেক্ষ সহযোগীতায় পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে Greater Sylhet Indigenous Peoples Forum।

Srimongal
আজ শুক্রবার (১৬ জুন) শ্রীমঙ্গল পৌরসভার সন্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন Greater Sylhet Indigenous Peoples Forum -এর সহসভাপতি জিডিশন প্রধান সুচিয়াং ও সাংগঠনিক সম্পাদক পরিমল সিং বড়াইক, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির মৌলভীবাজার সভাপতিমণ্ডলীল সদস্য সৈয়দ আমিরুজ্জামান, বাংলাদেশ আদিবাসী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি পংকজ কন্দ, বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরাম -এর আহ্বায়ক গীতা রানী কানু, বাংলাদেশ আদিবাসী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি পংকজ কন্দ, ত্রিপুরা কল্যাণ সমিতি (সিলেট আঞ্চলিক শাখা) সাধারণ সম্পাদক শ্যামল দেবব্রম্মা, বিডিআরএম -এর কেন্দ্রীয় সভাপতি সুনীল কুমার মৃধা, সনাক শ্রীমঙ্গল কমিটির সদস্য দীপেন্দ্র ভট্টাচার্য প্রমূখ।

মানববন্ধন থেকে নেতৃবৃন্দ লংগুদুতে পাহাড়ি জনগণের উপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.